স্পোর্টস ডেস্ক:
জার্মান বুন্দেসলিগার টানা অষ্টম শিরোপার হাতছানি। তিন ম্যাচে দরকার একটি জয়। তিন ম্যাচের একটি আজ আর আজ জিতেই কি উল্লাসে মাতবে বায়ার্ন মিউনিখ? কারণ আজকের প্রতিপক্ষ যে অবনমনের শংকায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়ার্ডার ব্রেমেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ।
বায়ার্ন কোচ হান্স ফ্লিকও চান এই ম্যাচেই শিরোপা উৎসবে মাততে। গত ম্যাচে মনশেনগ্লঅডবাখকে হারিয়ে করোনা বিরতির পর টানা ষষ্ঠ জয় পেয়েছিল বায়ার্ন। ওয়ার্ডার ব্রেমেনকে হারালে হবে টানা সপ্তম জয় এবং শিরোপা নিশ্চিত করা। তাই তো বায়ার্ন কোচ হান্স ফ্লিক বলছেন, “আজই আমরা কাজটা শেষ করতে চাই। দলের প্রতিটি ফুটবলার দারুণ ছন্দে আছে। আর জয়ের ধারাটাও আমরা রাখতে চাই”।
কার্ড জটিলতায় গত ম্যাচে দুই ফরোয়ার্ড লেভানদোভস্কি ও মুলার খেলতে পারেননি। তবে আজকের ম্যাচে তাদের নামা প্রায় নিশ্চিত। তাই দলের আক্রমনভাগেও পূর্ণ শক্তি থাকবে বায়ার্ন মিউনিখের।
লিগ টেবিলে ৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৩ পয়েন্ট এখন বায়ার্নের। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলেরই বাকি তিনটি করে ম্যাচ। তাই বায়ার্ন আজ জিতলে ব্যবধান হবে ১০। আর তাতে বরুসিয়া পরের তিনটি টানা জিতলেও শীর্ষে থাকবে বায়ার্নই।
সান নিউজ