স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়েই লিওনেল মেসির ভক্ত রয়েছেন ছড়িয়ে-ছিটিয়ে। এমনকি মেসি আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মানুষের কাছেও প্রিয়। দেশটিতে রয়েছে এই আর্জেন্টাইন ফুটবলারের অসংখ্য ভক্ত। সে কথাই জানালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার কাফু।
সম্প্রতি ওলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি দুর্দান্ত ও দারুণ ফুটবলার; আমি তার ভক্ত। এবারের ব্যালন ডি’অর তারই প্রাপ্য ছিল। সে প্রতিটা বছর পাড় করে আরও বেশি অভিজ্ঞ হয়েছে। আরও বেশি ভালো ফুটবলারও হয়েছে।
তিনি বলেন, মেসি এমন একজন যে ৭টা ব্যালন ডি’অর অর্জন করেছে। আর প্রথম ও শেষটার মধ্যে ১৫ বছরের তফাৎ আছে। তার মতো খেলোয়াড় হলে কেমন হয়? মেসি এমন একজন যে ফুটবল খেলে সবাইকে আনন্দ দেয়, সেটা ব্রাজিলেও।
কাফু বলেন, আর্জেন্টিনা একটি অসাধারণ ও দারুণ দল। এই দলে খুব ভালো ডিফেন্স আছে, আরও বেশি নিচ্ছিন্দ্র। কোনও সন্দেহ ছাড়াই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি তাদের দলে রয়েছেন। আর্জেন্টিনা মেসির জন্য খেললে সেটা দারুণ সাহায্য করবে।
সাননিউজ/এমআর