রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
প্রান্তিক নওরোজ নাবিল
খেলা প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০২১ ১৩:৩১
সর্বশেষ আপডেট ২৪ ডিসেম্বর ২০২১ ১৪:২০

নেপালকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রান্তিক নওরোজ নাবিলের ভর করে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে ইনিংসের ৪৫ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে গেছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাট করতে নেমেই ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন।

এর মধ্যে ২ চারে ৩৩ বলে ১৭ রান করে মাহফিজুল সাজঘরে ফেরত গেলে এই জুটি ভাঙে। এরপর ৪৫ বলে ২১ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান ইফতেখারও। দলীয় ১০৫ রানের সময় আইচ মোল্লার উইকেট হারায় টাইগার যুবারা। ৪১ বলে ২২ রান করে তিনি আউট হন।

পরে মোহাম্মদ ফাহিমকে নিয়ে বিশাল জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল। দুজন মিলে যোগ করেন ১৭৯ রান। ৫৪ বলে ৫৮ রান করে ফাহিম আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নাবিল। ১১ চার ও ১ ছক্কায় ১১২ বলে ১২৭ রান করেন তিনি। ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।

তবে যুব টাইগাদের দেয়া ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেনি নেপালের যুবদল। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে গুলশান জাহার ব্যাট থেকে। ৪ চারে ২৮ বলে এই রান করে রান আউট হন তিনি।

৬০ বলে ৩৩ রান আসে বিভেক মাগারের ব্যাটে। তিনিও রান আউট হয়েছেন। শেষ পর্যন্ত ৪২তম ওভারের তৃতীয় বলেই ১৪৩ রানে অলআউট হয়েছে নেপাল। বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, আরিফুল ইসলাম ও নাঈমুর রহমান সবাই দুটি করে উইকেট নেন।

এই জয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তিনে কুয়েত আর চার নম্বরে আছে নেপাল দল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা