ক্রীড়া প্রতিবেদক:
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চ থেকেই বন্ধ খেলাধুলা। ধারাবাহিকতায় বন্ধ অনুশীলনও। তাই দেশের অ্যাথলিটরা সব ঘরে থেকেই নিজেদের চেষ্টায় করছেন অনুশীলন।
এ অবস্থায় গতকাল তরুণ ফুটবলারদের প্রতি বার্তা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। খেলোয়াড়রা কিভাবে ফিটনেস ধরে রাখতে পারে সে ব্যাপারে পরামর্শ দেন তিনি।
আজ নারী ফুটবলারদের ব্যাপারে জানালেন কোচ গোলাম রব্বানী ছোটন। এক ভিডিও বার্তায় তিনি আপডেট দেন কিভাবে নারী ফুটবলারদের সাথে বাফুফে কোচরা যোগাযোগ রক্ষা করেছে এবং ফিটনেস ধরে রাখতে তাদের কি কি পরামর্শ দেয়া হয়েছে।
ছোটন বলেন, করোনার কারণে অনুশীলন বন্ধ হওয়ার পর থেকেই নারী ফুটবলারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে। গত ১৭ মার্চ শেষ অনুশীলন করেছে নারী ফুটবলাররা। এরপর রোযা থাকলেও যোগাযোগটা ঠিকই রেখেছেন তারা। তবে ঈদের পর নারী ফুটবলারদের কার্ডিওভাস্কুলার ট্রেনিং করার পরামর্শ দেয়া হয়েছে। এটা অবশ্য যাদের গ্রামের বাড়িতে উঠান আছে তাদের জন্য সম্ভব হবে বলে জানান তিনি।
তারপরও ছোটন নারী ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্দেহের কথা জানান। ১৫ দিনের মতো ছুটি পেয়ে বাড়ি গেলেও নারীদের ফিটনেসে ঘাটতি দেখা যেতো। সেই মেয়েরা প্রায় তিন মাস ধরে অনুশীলনের বাইরে। তারপরও ফেডারেশন কোচরা ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী ফুটবলারদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দিয়েছে বলে জানান তিনি।
আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৫ ও এরপর অনূর্ধ্ব-১৮ সাফ নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা ভাইরাসের কারণে এসব টুর্নামেন্ট এখন কবে হবে তা অনিশ্চিত। তারপরও গোলাম রব্বানী ছোটনের আশা টুর্নামেন্ট যখনই হোক না কেন পরিস্থিতি স্বাভাবিক হলে নারী ফুটবলাররাও দ্রুতই তাদের আগের ফিটনেসে ফিরতে পারবে।
সান নিউজ