স্পোর্টস ডেস্ক:
বিরতির পর ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। তবে লিগের ফুটবলার বা ক্লাব কর্মকর্তারা করোনা আক্রান্ত হচ্ছেন।
নতুন করে করোনা আক্রান্ত হিসেবে পাওয়া গেছে নরউইচ সিটির এক ফুটবলারকে। যিনি গত শুক্রবার টটেনহামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেছিলেন।
ক্লাব কর্তৃপক্ষ অবশ্য খেলোয়াড়ের পরিচয় জানায়নি। তবে সাত দিনের জন্য যে তাকে আইসোলেশন থাকতে হবে তা নিশ্চিত। তাই সাউদাম্পটনের বিপক্ষে আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের ম্যাচেও তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
বিভিন্ন রাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হচ্ছে। সবশেষ অষ্টম রাউন্ডে ১২০০ স্যাম্পল টেস্ট করা হয়। যেখানে নতুন দুই আক্রান্ত শনাক্ত হয়। নরউইচের ফুটবলার ছাড়া বাকি ব্যাক্তি আক্রান্ত হলেন এক ক্লাব কর্মকর্তা। তবে তার পরিচয় জানা যায়নি।
টটেনহামের বিপক্ষে ম্যাচে নরউইচের ঐ ফুটবলার কারো কাছাকাছি গিয়েছিলেন কিনা সেটাও পরীক্ষা করা হয়। তবে পর্যালোচনায় সেরকম কোন ঘটনা পাওয়া যায়নি। তাই আর কারো আইসোলেশন থাকার আপাতত প্রয়োজন নেই বলে জানিয়েছে নরউইচ এবং টটেনহাম ক্লাবের কর্মকর্তারা।
প্রায় তিন মাসের বিরতির পর ১৭ জুন থেকে আবারো শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিন খেলবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। লিগ টেবিলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর অবনমন শংকায় থাকা নরউইচ ২১ পয়েন্ট নিয়ে আছে সবার শেষে।
সান নিউজ