স্পোর্টস ডেস্ক:
জার্মান বুন্দেসলিগায় এবার অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। করোনার কারণে বিরতি শেষে মাঠে খেলা ফেরার পর টানা ষষ্ঠ জয় পেলো বায়ার্ন। যেখানে তারা ২-১ গোলে হারালো মনশেনগ্লাডবাখকে।
৩১ ম্যাচে ২৩ জয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার পাশাপাশি বেশ শক্ত অবস্থানে আছে বায়ার্ন। লিগ টেবিলের দুইয়ে আছে বরুসিয়া ডর্টমুন্ড। তবে তাদের চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে বায়ার্ন মিউনিখ। লিগে বাভারিয়ানদের বাকি এখনো তিনটি ম্যাচ। এরমধ্যে অন্তত একটি জিতলেই টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা জিতবে বায়ার্ন।
গত রাতে বায়ার্নের হয়ে স্কোর লাইন ওপেন করেন জিরকজি। ২৬ মিনিটে গোল করেন ১৯ বছরের এই তরুণ।
মনশেনগ্লাডবাখ ৩৭ মিনিটে গোল পায় পাভার্দের ভুলে। আত্মঘাতি গোল ছিল এটি।
তবে শেষ পর্যন্ত সেই পাভার্দের অ্যাসিস্টেই গোরেতজকার গোলে ম্যাচ জেতে বায়ার্ন।
সান নিউজ