স্পোর্টস ডেস্ক:
গত রাতে জিতেছে বার্সেলোনা। এবার সেই একই লক্ষ্য রিয়াল মাদ্রিদেরও। নতুন করে লিগ শুরুর পর আজই প্রথম মাঠে নামছে লা ব্লাঙ্কো দল। প্রতিপক্ষ এইবার।
ঘরের মাঠে আলফ্রেডো ডি স্টেফানোতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় খেলবে দুই দল।
তবে দলের চেয়ে এই ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন কোচ জিনেদিন জিদান। প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলিয়ে ২০০তম ম্যাচে কোচিং করাতে নামবেন জিদান আজ।
২০১৬ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে অভিষেক হয়েছিল জিদানের। লা লিগায় ১৩৪ ও চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে রিয়ালের ডাগআউটে ছিলেন জিদান। জয়ের পরিসংখ্যানে জিদান জিতেছেন ১৩১টি ম্যাচ। অর্থাৎ প্রায় ৬৫% জয়ের গড় জিদানের।
কোচিংয়ের এই সময়টাতে রিয়ালের হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ১টি লা লিগাসহ ১০টি শিরোপা জিতেছেন জিদান।
আর এবারের লিগে বার্সার চেয়ে এখন পাচ পয়েন্টে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষে এবারের লিগের প্রথম দেখায়ও জিতেছিল রিয়াল। ব্যবধান ছিল ৪-০। আর লা লিগায় দুই দলের ১১ মোকাবেলায় ৯টিতেই জয় রিয়ালের। একটি ড্র ও একটিতে জয় এইবারের। ২০১৮-তে ৩-০ গোলের সেই একমাত্র জয়টি পেয়েছিল এইবার।
সান নিউজ