স্পোর্টস ডেস্ক:
দূরে থাকতে পারলেন না শহীদ আফ্রিদিও। অবশেষে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। আজ টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান আফ্রিদি নিজেই। তিন দিন ধরে শরীরে ব্যাথা অনুভব করছিলেন আফ্রিদি। শেষে আজই পান করোনা পরীক্ষার ফলাফল। যেখানে পজিটিভ আসেন আফ্রিদি।
পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আফ্রিদি করোনায় আক্রান্ত হলেন। এর আগে তৌফিকও ওমরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে করোনার প্রখভাবে মারা গিয়েছেন প্রথম শ্রেনীর ক্রিকেটার জাফর সরফরাজ।
করোনা শুরুর পর ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার যে ধারা শুরু হয়েছিল তাতে বাংলাদেশের মুশফিকুর রহিম নিজের ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি সেখানে বিক্রি করেছিলেন। সেই ব্যাট ১৭ লাখ টাকায় কিনেছিলেন শহীদ আফ্রিদি। এছাড়াও নিজ দেশে করোনায় আক্রান্ত ও দুস্থদের জন্য নানা সাহায্য কার্যক্রম করছিলেন শহীদ আফ্রিদি।
সান নিউজ/ আরএইচ