স্পোর্টস ডেস্ক: ভারতের ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বুধবার (৮ ডিসেম্বর) ওয়ানডে অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করে বিসিসিআই। ফলে টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেলেন রোহিত।
এর আগে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। ফলে বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর পরই টি-টোয়েন্টির নেতৃত্ব পান রোহিত। তার নেতৃত্বেই কিউদের হোয়াটওয়াশ করে ভারত।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, ঋষভ পান্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, যশপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ।
সান নিউজ/এফএইচপি