স্পোর্টস ডেস্ক:
পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ তরুণের মর্মান্তিক মৃত্যুর পর বর্তমান সময়ে বর্ণবাদী আচরণে তোলপাড় পুরো বিশ্ব। আর এই সময়ে নিজের গায়ের রং নিয়ে গর্বিত বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে অনেক আলোচনার জন্ম দিয়েছেন ড্যারেন স্যামি। তার অভিযোগ, আইপিএলে কালু বলতে ডাকা হতো তাকে।
স্যামির এমন দাবির সত্যতাও মিলেছে তার আইপিএল সতীর্থ ইশান্ত শর্মার এক ইন্সটাগ্রাম পোস্টে।
২০১৩ ও ২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন স্যামি। ২০১৪ সালে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে স্যামির নাম হিসেবে কালু লিখেছিলেন ইশান্ত।
তবে স্যামি নির্দিষ্ট করে নিজের অভিযোগের বিষয়ে সরাসরি কারও নাম খোলাসা করেননি। দলীয় সূত্রে যোগাযোগ করে যাচ্ছেন সবার সঙ্গে, চেষ্টা করছেন এ বিষয়ে একটি সমাধানে পৌঁছার জন্য।
তবে তার কাছে ক্ষমা চাওয়া না চাওয়া বড় নয়। কেননা নিজের গায়ের রঙ নিয়ে গর্বিত স্যামি।
তিনি বলেছেন, 'আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। আমি নিজের চামড়ার রঙ নিয়ে খুব ভালো আছি।'
স্যামি আরও যোগ করেন, 'অন্য কেউ আমাকে মানসিকভাবে ছোট করবে, সেই সুযোগ আমি দেই না। আমি আমার গায়ের রঙ নিয়ে গর্বিত। তাই আমার কাছে ক্ষমা চাক বা না চাক, এতে একটা বিষয় বদলাবে না যে কৃষ্ণাঙ্গ হওয়ায় আমি কতটা গর্বিত। এটা কখনও বদলাবে না।'
সান নিউজ/সালি