স্পোর্টস ডেস্ক: এখন চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ২০২ রান। ১৫৭ রানের সময় বাংলাদেশের শেষ তিন ব্যাটারই আউট হয়ে যান। রানের থাতা খূলতে পারেননি তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন। তবে নটআউট থেকেছেন এবাদত।
লিটন দাস হাফ সেঞ্চুরি করার পর খুব বেশি এগুতে পারেননি। ৫৯ রান করে আউট হয়ে যান। তিনি আউট হয়ে যেতেই দ্রুততার সাথে শেষ হয়ে গেলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। সব মিলিয়ে লিড দাঁড়ালো ২০১ রানের। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান।
অন্যদিকে, পাকিস্তানি বোলারদের মধ্যে একাই ৫টি উইকেট শিকার করেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। ১৫ ওভারে ৫২ রান খরচায় উইকেটগুলো নেন তিনি। এছাড়া সাজিদ খান ৩টি ও হাসান আলি ২টি উইকেট নেন।
সান নিউজ/এনকে