ক্রীড়া প্রতিবেদক: ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
এর আগে করোনার নতুন ভ্যারিয়েন্ট আফ্রিকা মহাদেশের দেশগুলোতে ছড়িয়ে পড়ার কারণে শনিবার স্থগিত হয়ে যায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি। ফলে এদিন সন্ধ্যায় আইসিসি এক বিবৃতিতেই টুর্নামেন্ট বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, 'আমরা অন্তত দুঃখের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের ফলে দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।'
তিনি বলেন, 'আমরা এই পরিস্থিতিতে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেই হিসেবে এখন র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে'।
সান নিউজ/এফএইচপি