স্পোর্টস ডেস্ক:
করোনা মহামারির ধাক্কা সামলে বিশ্বের কোথাও কোথাও ফিরতে শুরু করেছে ক্রিকেট। তার ধারাবাহিকতায় চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে ৩ টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
তাই দুই ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ আমির ও হারিস সোহেল ব্যক্তিগত কারণে এই সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়াতে তারা নেই এই স্কোয়াডে।
তবে জায়গা করে নিয়েছেন চলতি বছরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হায়দার আলি।
ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের পাকিস্তান দল:
অধিনায়ক- আজহার আলি (টেস্ট), বাবর আজম (টি-টোয়েন্টি)।
ওপেনার- আবিদ আলি, ফখর জামান, ইমাম উল হক ও শান মাসুদ।
মিডল অর্ডার ব্যাটসম্যান- আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।
উইকেটরক্ষক- মোহাম্মদ রিজওয়ান ও সরফরাজ আহমেদ।
ফাস্ট বোলার- ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান খান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।
স্পিনার- ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান ও ইয়াসির শাহ।
সান নিউজ/ আরএইচ