স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেনের জন্মস্থান বাগেরহাট। তবে করোনাভাইরাসের এই মহামারির সময়ে দীর্ঘদিন বাড়িতেই অবস্থান করছেন এই ক্রিকেটার।
আর এই সুযোগে তার বাসার কাছে শৈশবে দাপিয়ে বেড়ানো ভৈরব নদীতে দীর্ঘ ১৪ বছর পর আজ গোসল করলেন রুবেল।
বৃহস্পতিবার (১১ জুন) নিজের ফেসবুক পেজে ভৈরবের কিছু ছবি শেয়ার করেন তিনি। সেখানে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির পাশাপাশি গোসল করতেও দেখা যায় তাকে।
জাতীয় দলে ডাক পাওয়ার পর খুব কম সময়ই বাগেরহাটের নিজ বাড়িতে অবস্থান করেছেন তিনি।
ক্যাপশনে রুবেল লেখেন, "সত্যিই সময়টা অসাধারণ ছিল। নিজ জন্মস্থান বাগেরহাটের ভৈরব নদীতে ১৪ বছর পরে ভাই বন্ধুদের সাথে গোসল করলাম। সত্যি মনে পড়ে গেল ছোটবেলার সেই দুরন্ত সময়গুলোর কথা।"
সান নিউজ/সালি