ক্রীড়া প্রতিবেদক: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা। এ যেন বাঘের খাঁচায় পা টিপে টিপে চলা। ২৪ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারাতে হয়েছে সফরকারীদের।
শুক্রবার (১৯ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ।
টাইগারদের ১২৭ রানের জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৮০ রান।
এর আগে টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়লেও শেষ ১০ ওভারে দারুণ খেলেছে বাংলাদেশ।
আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে শেষ ১০ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে যোগ করে ৮৭ রান।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
সান নিউজ/এফএইচপি