স্পোর্টস ডেস্ক:
করোনা সংক্রমণের কারণে যখন পুরো পৃথিবী থমকে গেছে, বাতিল হয়ে গেছে সব পরিকল্পনা, তখনই যেন ক্রীড়াঙ্গনে সুখবর এলো। দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে লা লিগা।
প্রথম দিন মুখোমুখি হচ্ছে সেভিয়া ও রিয়াল বেতিস। সব ম্যাচই হবে দর্শকশূন্য ‘বায়ো-সিকিউরড’ স্টেডিয়ামে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। মেসিরা প্রথম ম্যাচ খেলতে নামবেন মায়োরকার বিরুদ্ধে শনিবার (বাংলাদেশ সময় রাত দুইটায় খেলা শুরু)। পাশাপাশি রবিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এইবারের (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে)।
অপর দিকে, বার্সেলোনা ম্যানেজার কিকে সেতিয়েন জানিয়ে দিয়েছেন, লা লিগা নতুন করে শুরু হলে শনিবার মায়োরকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেনই লিয়োনেল মেসি। আর্জেন্টিনীয় কিংবদন্তির খেলা সংশয়মুক্ত করতে অনুশীলনে তাঁকে ট্যাকল করতেও অন্যদের নিষেধ করা হয়েছে। মাঝখানে কয়েক দিন মেসি দলের সঙ্গে অনুশীলন না করে একা সময় কাটান ক্লাবের জিমে। তখনই তাঁর প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মেসি দ্রুত অনুশীলনে ফেরায় লা লিগা নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করে। যদিও বার্সেলোনার অন্দরমহলের পরিবেশ একেবারেই স্বস্তিদায়ক নয়। তারা বরখাস্ত করল নোয়েলিয়া রোমেরোকে। এই আধিকারিকের উপরেই দায়িত্ব ছিল ক্লাবের কর্মীদের আচরণের উপরে নজর রাখা এবং কেউ চুক্তিভঙ্গ করছেন কি না জানানোর।
তবে বার্সেলোনায় অন্দরমহলে যতই অশান্তির আবহ চলুক না কেন, দীর্ঘদিন খেলা মাঠে গড়ানোর খবর ক্রীড়াপ্রেমীদের মনে শান্তি দিয়েছে।