খেলা

শুরুটা হলো না স্মরণীয়

ক্রীড়া প্রতিবেদক: চমক দেখাতে পারলো না বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম অবস্থানে থাকা সেশেলসের বিপক্ষে ড্রয়ে চার জাতি ফুটবল টুর্নামেন্ট হলো শুরু। বুধবার (১০ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ ও সেশেলসের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে।

ভারী বৃষ্টিতে দুবার ম্যাচ পেছানোর কলম্বোয় খেলাটি রোদের দেখা পায়।

রোদেলা বিকেলে ম্যাচের শুরু থেকে ছন্দ নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। বল দখলে রেখে আক্রমণ সাজায় দল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৭ মিনিটে ওপেন-প্লেতে ইব্রাহিমের দুর্দান্ত গোলে লিড নেয় টাইগাররা।

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার লম্বা পাসটা সাদের পা ছুঁয়ে চলে যায় ইব্রাহিমের পায়ে। সেশেলসের এক ডিফেন্ডারকে কাটিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে জড়ান ইব্রাহিম।

জাতীয় দলের হয়ে উইঙ্গারের ক্যারিয়ারের দ্বিতীয় গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেই যেন পুরো ছন্দে ছেদ পড়ে বাংলাদেশের। ধীরে ধীরে বলের দখল হারাতে থাকে দল। ম্যাচ ধরে ফেলে সেশেলস।

ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট হয় সেশেলসের। ডি-বক্সের ভেতরে বলটা একা পেয়েও বারের বাইরে মেরে দেন দলের ফরোয়ার্ড রানডলফ বিন এলিজাবেথ। এতে স্বস্তি ফেরে বাংলাদেশের।

এর মিনিট দুয়েক পরে আরও একটি সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দলটির। এবার কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে ডি-বক্সের সামনে থেকে প্রায় একই রকম ভুল করেন দলটির ফরোয়ার্ড ডিন স্টিফেন মথি।

এর মধ্যে কিছু হাতেগোনা সুযোগ তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ, তবে সবই যেন ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়ে ফেরে।

ম্যাচের ৮৭ মিনিটে সমতায় ফেরে সেশেলস। আচমকা শটে মুহূর্তেই ব্যবধান ১-১ করে ফেলে আফ্রিকার দলটি। লেব্রোসের গোলে সমতায় ফেরে তারা।

বড় ধাক্কার ঠিক মিনিট পরই ফিরে আসার সুবর্ণ সুযোগটি হাতছাড়া হয় লাল-সবুজদের। জামাল ভূঁইয়ার বাড়ানো পাসে জুয়েলের ক্রসে একেবারে সিক্স ইয়ার্ডের সামনে থেকে সুফিলের নেয়া হেডটা অদ্ভুতভাবে চলে যায় বারের উপর দিয়ে।

এখানেই শেষ হয়ে যায় ম্যাচ। ড্রর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পয়েন্ট ভাগাভাগি করে টুর্নামেন্ট শুরু করে দুই দল।

আর ড্রয়ে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমসের।

এমন শুরু নিঃসন্দেহে ভোগাবে বাংলাদেশকে। চার জাতি টুর্নামেন্টে ফাইনালে খেলার আশা কিছুটা ধূসর হলো লাল-সবুজদের।


সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

৪ বার টেন্ডারেও তালতলা-ডহরী খালে সেতু নির্মাণ শুরু হয়নি

ভিত্তিপ্রস্তরের দুই বছরেও মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালে স্টিলের বেইলি ব্রিজের...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা 

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে...

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীব...

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ইইই (ইলেক...

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সবুজের বাড়িতে শোকের মাতম

সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় ব...

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল করে গাছ কাটার অভিযোগ

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত...

থাইল্যান্ড-সিঙ্গাপুরে হাদির কেস সামারি পাঠানো হয়েছে 

শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। এ বিষয়ে প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা