ক্রীড়া প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৮ দলের অংশগ্রহণে আজ থেকে (৯ নভেম্বর) শুরু হচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট।’
সোমবার (৮ নভেম্বর) মিনিস্টার এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্ট নিয়ে নানা তথ্য তুলে ধরেন আয়োজকরা।
একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান বলেন, এ বছর আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আগামী বছর থেকে ১৮ অক্টোবর জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে কেবল ফুটবল নয়, একটি ক্রীড়া উৎসব করতে চাই।
তিনি আরও বলেন, ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি অন্য ডিসিপ্লিনেও আমাদের একাডেমি খেলবে। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ওই সব ডিসিপ্লিনেও খেলব।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৩ নভেম্বর বিকেল ৪টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন মুজিবর রহমান নিক্সন এমপি (ফরিদপুর-০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঢাকা আবাহনী ক্রীড়া চক্র লিমিটেড। পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করবেন শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।
নক আউট ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমী, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমী, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সিনিয়র সহ-সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, শেখ রাসেল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহ-সভাপতি হাবিব শেখ ও সাধারণ সম্পাদক শামীম কবির প্রমুখ।
সান নিউজ/এফএআর