ছবি: সংগৃহীত
খেলা

সান্ত্বনার জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বিদায় ঘণ্টা বেজেছে আগেই। সেমিফাইনালে উঠতে না পারা ভারত জয় দিয়ে এই আসরের মিশন শেষ করলো। দুবাইয়ে (৮ নভেম্বর) নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে নয় উইকেটে হারিয়েছে ভারত।

বিরাট কোহলি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এ ম্যাচ দিয়ে যাত্রা শেষ করলেন। তার নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০ ম্যাচে ভারত পেয়েছে ৩০ জয়, হেরেছে ১৬টিতে এবং ২টি করে টাই ও ম্যাচ পরিত্যক্ত হয়। সেইসঙ্গে এই ম্যাচ দিয়ে রবি শাস্ত্রী ভারতের কোচ হিসেবেও চলতি দায়িত্ব শেষ করলেন।

এই জয়ে গ্রুপ-২এ ৫ ম্যাচে ৩ জয়, ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে বিশ্বকাপ শেষ করলো ভারত। এই গ্রুপ থেকে পাকিস্তান ১০ ও নিউজিল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে আসরের সেমিফাইনালে উঠেছে।

ভারতের অধিনায়ক হিসেবে শেষবারের মতো টি-টোয়েন্টিতে টস করতে নামেন অধিনায়ক কোহলি। টস জিতে প্রথমে বোলিং বেছে নেন কোহলি। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো নামিবিয়ার। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেটে ১৩২ রানের পুঁজি পায় নামিবিয়া। শেষদিকে জন ফ্রাইলিঙ্ক ১৫ ও রুবেন ট্রাম পেলমান ৬ বলে ১৩ রান করেন। ভারতের অশ্বিন-জাদেজা ৩টি করে ও বুমরাহ ২টি উইকেট নেন।

জবাবে দলকে দারুণ সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ৫৯ বল খেলে ৮৬ রান যোগ করেন তারা। এরমধ্যে ৩৭ বলে ৫৬ রান করে আউট হন রোহিত। ৭টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ১১৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৪তম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার পথে এই ফরম্যাটের তৃতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার পূর্ণ করেন রোহিত। এর আগে তিন হাজার ক্লাবে নাম লিখিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি ও নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।

রোহিতের আউটের পর ভারতের জয় নিশ্চিত করেন রাহুল ও সূর্যকুমার যাদব। তখনও ম্যাচের ২৮ বল বাকী ছিলো। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া রাহুল ৫৪ রানে অপরাজিত থাকেন। তার ৩৬ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা ছিলো। অপরপ্রান্তে সূর্যকুমার ১৯ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। ৪টি চার হাঁকান তিনি। ম্যাচ সেরা হন জাদেজা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা