স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে নামিবিয়ার কাছে টসে হেরে ব্যাট করা আমন্ত্রণ পেয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩৬তম ম্যাচটি শুরু হয়েছে বিকেল চারটায়।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
নামিবিয়া একাদশ: স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, জেজে স্মিট, নিকোল লফটি-ইটন, জ্যান গ্রিন, কার্ল বার্কেনস্টক, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
সান নিউজ/এমএইচ