খেলা

বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারেই অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৬ ওভারেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি হয়েছে।

এর আগে বিকেলে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। প্রথম বলেই স্টার্কের বলে কোনো রান না করেই বোল্ড হন লিটন।

জশ হ্যাজেলউডের বলে ফেরার আগে সৌম্য সরকার করেন ৫ রান। পরের ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১ রানে আউট হন মুশফিকুর রহিম।

চার বলের ব্যবধানে দুই তরুণ নাইম শেখ (১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৭) আর আফিফ হোসেন ধ্রুব ৪ বলে ০ ফিরে যান। পরে শামীম হোসেন পাটোয়ারী নেমে ঝড় তোলার চেষ্টা করেন।

১১তম ওভারে অ্যাডাম জাম্পা তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান। ১৮ বলে একটি করে চার-ছক্কায় শামীম করেন ১৮ রান। পরের বলে মেহেদি হাসান এলবিডব্লিউ হন গোল্ডেন ডাকে।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একটা প্রান্ত ধরে ছিলেন। তবে ১৮ বলে ২ বাউন্ডারিতে তিনি তখন ১৬ রানে, তখন ৬৫ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরে মোস্তাফিজুর রহমান আউট হন ৯ বলে ৪ রানে, তাসকিন আহমেদ ১১ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

পরে অস্ট্রেলিয়ার দুই ওপেনারের আগ্রাসী সূচনায় তারও আগে শেষ হয়ে গেছে ম্যাচ। তাও আবার ৮২ বল বাকি রেখে। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফিঞ্চ। ৪টি ছয় ও দুটি চার মেরে যখন ফেরেন, ততক্ষণে ৫ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫৮ রান। ফিঞ্চকে বোল্ড করেছেন তাসকিন।

পরে ওয়ার্নার ১৪ বলে ১৮ রানে ফিরলেও ত্বরিত গতিতে রান তোলায় ছেদ পড়েনি। ওয়ার্নারকে বোল্ড করেন শরিফুল। মিচেল মার্শ ৫ বলে ১৬ রান তুললে ৬.২ ওভারে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া।

এর ফলে ৭৪ বা এর বেশি রানের লক্ষ্যে সবচেয়ে কম ওভার খেলে টি-টোয়েন্টি ক্রিকেটে
জয়ের রেকর্ডের মধ্যে এটি চার নম্বরে। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার দুই নম্বর জয়।

অন্যদিকে, এটি এখন টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে গিয়েছিল। সুপার টুয়েলভপর্বে পাঁচ ম্যাচের সব কটিতে হার নিয়ে সেই স্বপ্ন কবর দিয়ে ফিরছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ইন্টারপোলে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে...

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি: বলছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস শুক্রবার (১৮ এপ্রিল) সকালে একটি নতুন...

মুকেশ ধীরুভাই আম্বানি

মুকেশ ধীরুভাই আম্বানি যিনি আম্বানি নামেই বেশি পরিচিত ছিলেন একজন ভারতীয় শতকোট...

আমি কখনো কাউকে অসম্মান করিনি: মেসি

আর্জেন্টিনার ম্যারাডোনা পরবর্তী ফুটবল কিংবদন্তি...

সিরাজগঞ্জে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশে প্রস্তাবিত ১০০০ বেডের চীন-বাংলাদেশ মৈত্র...

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান...

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; চিকিৎসক মাত্র চার জন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে...

ফেনীতে ড্যাবের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ফেনী শাখার আয়োজনে শুক্রবার...

করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি: বলছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউস শুক্রবার (১৮ এপ্রিল) সকালে একটি নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা