স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে টসে হেরে ব্যাট করা আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচটি সেমিফাইনালের পথে আরও একধাপ এগোনোর রাস্তা হলেও বাংলাদেশের জন্য শুধু নিয়ম রক্ষার।
আজ বাংলাদেশ হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলোকলা। আর জয় পেলে বাংলাদেশের নামের পাশে দুটি পয়েন্ট যোগ হবে। প্রাইজমানি কিছুটা বাড়বে। র্যাংকিংয়ে অবনমন ঠেকানো যাবে। আর আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য জয়টা প্রয়োজন টাইগারদের।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টোয়নিস।
সান নিউজ/এমকেএইচ