স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৮৫ রানের টার্গেটে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার লেগেছে মাত্র ১৪ ওভার।
ব্যাটিংয়ে নেমে নাঈম শুরুতেই আউট হয়ে যান। এরপর সৌম্য সরকার, মুশফিকুর রহীম উভয়েই আউট হন গোল্ডেন ডাকে।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র ৩ রান আউট হন। আফিফ হোসেনও আউট হন শূন্যরানে। এরপর দলীয় ৪৫ রানে লিটন দাসও ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে। ১১ রানে আউট হন শামীম হোসেন। মেহেদী হাসান আউট হন ২৭ রানে। তাসকিন ৩ রান করে রানআউট হন সর্বশেষ নাসুম আউট হন ০ রানে।
বাংলাদেশ একাদশ: মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসাইন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও কেশব মহারাজ।
সান নিউজ/এমএইচ