স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদায়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই ইনজুরির কারণে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলা হচ্ছে না তার।
রোববার (৩১ অক্টোবর) জাতীয় দলের একটি সূত্র জানায়, এখন পর্যন্ত পর্যবেক্ষণে প্রত্যাশিত সাকিবের উন্নতি দেখা যায়নি। তার যা অবস্থা, তাতে কোনোভাবেই ম্যাচে ফিরতে পারবেন না।
জানা গেছে, রিজার্ভে একজন ক্রিকেটার নিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে সেই রিজার্ভে রুবেল হোসেন ১৫ জনের দলে ঢুকেছেন। এই অবস্থায় সাকিব যদি খেলতে না পারে, তবে তার বদলে অন্য খেলোয়াড় নিতে হলে আইসিসিকে জানাতে হবে। এমনিতেই চলতি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। তারপর আবার কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার আগে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়েলো।
সান নিউজ/এমকেএইচ