রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ২৮ অক্টোবর ২০২১ ১৬:০১
সর্বশেষ আপডেট ২৮ অক্টোবর ২০২১ ১৬:০১

আগ্রাসী শ্রীলঙ্কা আজ নিস্তেজ

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন দেখা যায়নি শ্রীলঙ্কাকে। ছিলো অনেকটা নিস্তেজ। তারা খুড়িয়ে খুড়িয়ে করেছে ১৫৪ রান। হারিয়েছে ৬ উইকেট। ৯৪ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। সেখান থেকে কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫ ও ভানুকা রাজাপাকসের ৩৩ রান ফাইটিং স্কোর সংগ্রহ করে।

আজ রাত আটটায় খেলাটি শুরু হয়। টসে জিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পেয়েছে জয়। শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে, আর অস্ট্রেলিয়া জিতেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই দলই একটি করে জয় পেলেও শ্রীলঙ্কা শ্রেয়তর রানরেটের কারণে অস্ট্রেলিয়া থেকে এগিয়ে আছে। আজকের ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া টপকে যাবে শ্রীলঙ্কাকে, আর এর উল্টোটা ঘটলে দ্বিতীয় স্থানে জাঁকিয়ে বসবে লঙ্কানরা।

দলটিতে পাথুম নিসাঙ্কা ৯ বলে ৭ রান করে আউট হয়েছেন। কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫, আভিষ্কা ফার্নান্দো ৪, ওয়ানিন্দু হাসরাঙ্গা ৪, দাসুন শানাকা ১২, চামিকা করুণারত্নে ৯, ভানুকা রাজাপাকসে ৩৩ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ২, অ্যাডাম জ্যাম্পা ২, প্যাট কামিন্স ২ উইকেট নেন।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুশমন্থ চামেরা, লাহিরু কুমারা, মহীশ থিকশানা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

সাহিত্যে নোবেল বিজয়ী গুন্টার গ্রাস

গুন্টার ভিলহেলম গ্রাস (অক্টোবর ১৬, ১৯২৭ – ১৩ এপ্রিল, ২০১৫) ছিলেন সাহিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা