ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবাগত দল নামিবিয়ার ঝড়ে কাপছে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চার বলেই ৩ উইকেট হারায় স্কটিশরা। বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে এই বিপাকে পড়ে দলটি।
পেসার রোবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার জর্জ মুনসি। তৃতীয় বলে আউট হন কলাম ম্যাকলিওড। আর চতুর্থ বলে এলবিডব্লিউ হন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বিরিংটন।
বিশ্বকাপের ২১তম ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বকাপের বাছাই পর্বে প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া। আটলান্টিক সাগরের তীরবর্তী দেশটি বাছাই পর্বে সুযোগ পেয়ে টিকিট নিশ্চিত করে বিশ্বকাপের মূলপর্বের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেমেই স্কটল্যান্ডের ব্যাটিংয়ে ধ্বস নামায় নামিবিয়া। ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পেসার রোবেন ট্রাম্পেলম্যান।
অন্যদিকে স্কটল্যান্ড বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বির্যয়ে পড়ে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়। সেই ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।
স্কটল্যান্ড: জর্জ মুনসে, ক্রেইগ ওয়ালেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।
নামিবিয়া: ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রোবেন ট্রাম্পেলম্যান, বেরনার্ড স্কলজ।
সান নিউজ/এফএআর