ক্রীড়া প্রতিবেদক: ৯, ৫ ও ৪ এসব অঙ্ক বাংলাদেশের তিন ক্রিকেটারের। আবারও আশায় বালি ঢেলে দিলেন লিটন দাস। মাত্র ৯ রান করেই ফিরেছেন সাজঘরে। তাকে অনুসরণ করেছে আরেক ওপেনার মুহাম্মদ নাঈমও। তিনজনের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলো না। নাঈম করেছে ৫ রান। সাকিব আল হাসান করেছেন ৪ রান। তারা খেলেছেন ৮ ও ৭ বল করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে আজ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়।
ইংল্যান্ডের বিপক্ষে মইন আলির তৃতীয় ওভারে পরপর দুই বলে ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। ৯ রানে আউট হন লিটন আর নাঈম আউট হন পাঁচ রান করে। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৪।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওইন মরগান, লিয়াম লিভিংস্টোন, ডাউয়িড মালান, জনি বেয়ারেস্টো, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রাশিদ ও টাইমল মিলস।
সান নিউজ/এফএআর