স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আবারও আশা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সেপ্টেম্বরে পাকিস্তানে আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের ১৫তম আসরের। তবে করোনাভাইরাসের কারণে এবারের আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সোমবার (৮ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সেখানে চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে ভেন্যুর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
সভা শেষে এক বিবৃতিতে এসিসি থেকে বলা হয়, আমরা ২০২০ এশিয়া কাপ আয়োজনের ওপর জোর দিচ্ছি। করোনাভাইরাসের প্রভাব বিবেচনায় নিয়ে আমরা চলতি বছর এশিয়া কাপের জন্য সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা করেছি। আশা করা হচ্ছে যথাযথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
সাধারণত বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপের ফরম্যাট পরিবর্তন হয়। এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০১৮ সালের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হয়েছিল।
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসর।
সান নিউজ/সালি