ক্রীড়া প্রতিবেদক: মাত্র ৬ রানেই ভারতের উইকেটের পতন হয়েছে। শাহীন আফ্রিদির শিকার হয়েছেন ভারত রোহিত শর্মা ৮ বলে ৩ রান ও লোকেশ রাহুল শূন্য রানে। বিরাট কোহলি ৮ ও সূর্যকুমার যাদব ১১ রানে ব্যাট করছেন।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আমেজ। নতুন উন্মাদন। চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় শুরু হয়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিলো দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। যার ফলে বন্ধ হয়ে গেছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবার মুখোমুখি ভারত-পাকিস্তান।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।
ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
সান নিউজ/এফএআর