ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রাত আটটায় মাঠে নামছে ভারত ও পাকিস্তান। খেলাটি নিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খান। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন দলকে। এ ম্যাচে পাকিস্তানের পক্ষেই বাজি ধরেছেন ইমরান খান। শনিবার (২৩ অক্টোবর) তিনি বলেন, ইনশা আল্লাহ কাল (রোববার) ভারতকে হারাবে পাকিস্তান। খবর পাকিস্তানের জিও টিভি অনলাইনের।
জিও টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ‘হাইভোল্টেজ’ এই ম্যাচের আগে আরও একবার ভারতের বিপক্ষে অবস্থান নিলেন। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে। নিজের একজন উপদেষ্টার সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতকে হারানোর ব্যাপারে এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার বরাত দিয়ে করা জিও টিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান খান পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলকে নিয়ে বলেন, এই দলের ভারতকে হারানোর মতো যোগ্যতা রয়েছে। ইনশা আল্লাহ পাকিস্তান ভারতকে হারাবে।
এদিকে ম্যাচের এক দিন আগে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও ভারতকে হুমকি দিয়ে রেখেছেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ১২ বার দেখা হয়েছে দুই দলের। ওয়ানডে বিশ্বকাপে ৭ বার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বার দেখা হলেও পাকিস্তানের ভাগ্যে জয় আসেনি কখনো। এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্যে নামতে হচ্ছে পাকিস্তানকে। তার অনুপ্রেরণা এল খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে।
সান নিউজ/এফএআর