বাংলাদেশের বিপক্ষে তাদেরকে দেখা গেছে বেশ কিছু মিস ফিল্ডিং করতে। তবে, একটি ক্যাচও ছাড়তে দেখা যাচ্ছে না দলটির ফিল্ডারদের। মোটামুটি কঠিন ক্যাচগুলোও তালুবন্দী করে ফেলছেন তারা।
এই যেমন মুশফিকুর রহীমের ক্যাচ। সিমন আতাইয়ের বলে ডিপ স্কয়ার লেগে খেললেন মুশফিক। বলটি খুব বেশি উপরেও উঠলো না। কিন্তু সোজা চলে গেলো ফিল্ডারের হাতে। দ্বিতীয় প্রচেষ্টায় বলটি তালুবন্দী করে ফেললেন হিরি হিরি। ৮ বলে মাত্র ৫ রান করে ফিরে গেলেন মুশফিকুর রহীম।
শুধু মুশফিকুর রহীম কেন, সাকিব আল হাসানের ক্যাচ যেভাবে ধরলেন চার্লস আমিনি, তাকে রীতিমত বিস্ময়কর বলাই স্রেয়। আসাদ ভালার বল লং অনে তুলে খেললেন সাকিব। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে আমিনি যেভাবে ক্যাচটি লুফে নিলেন, তা রীতিমত বিস্ময়কর। ৩৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হলেন সাকিব। ৩টি ছক্কার মার ছিল তার ইনিংসে।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ১৯.৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৭ ।
সান নিউজ/এমএইচ