স্পোর্টস ডেস্কঃ বাঁচা-মরার ম্যাচে ওমানের বিপক্ষে এক রিভিউতে বেঁচে গেলেও আরেক রিভিউতে আউট হয়ে মাঠ ত্যাগ করেন টাইগার ওপেনার লিটন দাস।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওমান: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।
ওমান: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, জিশান মাকসুদ (অধিনায়ক), মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, নাসিম খুশি, কলিমুল্লাহ, ফায়াজ বাট ও বিলাল খান।
সান নিউজ/এমএইচ