ক্রীড়া প্রতিবেদক: না হাফ সেঞ্চুরি হলো না ক্রিস গ্রেভসের। মুস্তাফিজের বলে আউট হয়ে গেলেন ৪৫ করেন। এ জন্য খেলেছেন ২৮ বল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ড। টসে হেরে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করে দলটি। জয় পেতে হলে বাংলাদেশকে করতে ১৪১ রান। ব্যাট করছে লিটন দাস ও সৌম্য সরকার।
খেলার শুরুতেই মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন কাইল কোয়েটজার। শূন্য রানে আউট হয়েছেন তিনি। জর্জ মুনসি ২৩ বলে ২৯ রান করে মেহেদি হাসানের বলে আউট হয়েছেন। একই ওভারে ম্যাথিউ ক্রসকে আউট করেন মেহেদি। তার আগে ১৭ বলে ১১ রান করেন ক্রস। রিচার্ড বেরিংটন সাকিবের বলে আউট হওয়ার আগে করেছেন ৫ বলে ২ রান, ১৪ বলে ৫ রান করে মেহেদির শিকার কালাম ম্যাকলেয়ড, মাইকেল লিস্ক শূন্য রানে সাকিবের শিকার হন। মার্ক ওয়াট তাসকিনের বলে আউট হওয়ার আগে করেন ১৭ বলে ২২ রান।
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও তাসকিন আহমেদ।
স্কটলান্ড একাদশ: কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন , ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।
সান নিউজ/এফএআর