ক্রীড়া প্রতিবেদক: পাপুয়া নিউগিনি প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ১২৯ রান। মাত্র ২৭ রানে হারিয়েছে ৫ উইকেট। ৪ উইকেটে ১০২ রান সংগ্রহ করলেও মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। শুরুতে দুই উদ্বোধনী ব্যাটার টনি উরাও লেগা সিয়াকা শূন্য রানে আউট হয়েছেন।
আকিব ইলিয়াস ৩৮ বলে ৪৪ ও জাতিনদার সিং ৩৫ বলে ৫৯ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ সময় বিকাল ৪টা ওমানের আল আমেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ম্যাচের টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ।
খেলায় প্রথম হাফ সেঞ্চুরি করেন পাপুয়া নিউ গিনির ব্যাটার আসাদ ভালা। ৪৩ বলে তিনি করেছেন ৫৬ রান। আউট হয়েছেন কলিমুল্লাহর বলে। পাপিয়া নিউগিনির পক্ষে চার্লস আমিনি করেছেন ২৬ বলে ৩৭ রান, সেস বাউ ১৩ বলে ১৩ রান, নরম্যান ভানুয়া ১, সিমন আতাই ৩, ড্যামিয়ান রাভো ১, কাবুয়া মুরেয়া ৬ ও রোকানা ৫ রান করেন।
জিশান মাকসুদ ৪ উইকেট, কলিমউল্লাহ ও বিলাল খান দুটি করে উইকেট নেন।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।
ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।
সান নিউজ/এফএআর