খেলা স্পোর্টস: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগার বাহিনী।
বিশ্বকাপের আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পরেও দলে প্রভাব ফেলেনি। সবার আত্মবিশ্বাস আগের মতোই আছে। তাছাড়া র্যাংকিংয়ে স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।
তবে ২০১২ সালে নেদারল্যান্ডের হেগে স্কটিশদের বিরুদ্ধে একমাত্র ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না মাহমুদউল্লাহর দল।অতীতের তিক্ত স্মৃতিও সতর্কতা অবলম্বনে বাধ্য করছে টাইগারদের।
জানা গেছে, আইপিএল শেষে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পিঠের ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপে নামার আগে তাই পূর্ণতা পেয়েছে টাইগার শিবির। শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ৮টায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।
পরে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি প্রতিদিন রান করতে পারবেন না। তার মানে এই না, আপনি ফর্মে নেই। আপনি যদি আপনার হোমওয়ার্ক ঠিকমতো করতে পারেন, তাহলে ওটা কোনো প্রভাব ফেলবে না।’
সান নিউজ/এমকেএইচ