স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রোববার (১৭ অক্টোবর) শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে ইতিহাস সৃষ্টির সুযোগ। আর ১০ উইকেট পেলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তিনি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন তিনি। আর সাকিব ২৫ ম্যাচে শিকার করেছেন ৩০ উইকেট। আফ্রিদিকে টপকাতে ১০ উইকেট দরকার সাকিবের।
বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সপ্তমস্থানে আছেন সাকিব। সাকিবের উপরে যারা আছেন, তাদের মধ্যে আফ্রিদির পর আছেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ৩৮ উইকেট আছে তার। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাইদ আজমল। ২৩ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি।
চতুর্থস্থানে আছেন শ্রীলংকার অজান্থা মেন্ডিস। ২১ ম্যাচে ৩৫ উইকেট ঝুলিতে আছে তার। পঞ্চম ও ষষ্ঠস্থানে যথাক্রমে আছেন যথাক্রমে পাকিস্তানের উমর গুল ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। গুল ৩৫ ও স্টেইন নিয়েছেন ৩০ উইকেট।
আফ্রিদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া কাজটা কঠিনই। তবে এক বিশ্বকাপে ১০ উইকেট নেয়ার রেকর্ড আছে সাকিবের। ২০১৬ বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব। আর ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্বকাপে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।
সাননিউজ/এমআর