স্পোর্টস ডেস্ক: প্রায় ৩ বছর ধরে জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ রুবেল ব্রেইন টিউমারে ভুগছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আইসিউইতে ভর্তি নেওয়া হয়েছে। তার স্ত্রী চৈতি ফারহানা রূপা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টায় ওকে (মোশাররফ রুবেল) আইসিইউতে ভর্তি করা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।
কিছুদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই ক্রিকেটার নিজেই তার অসুস্থতার বিষয়টি জানান। জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনারের শরীর হঠাৎ আরও খারাপ হয়ে গেছে।
মোশাররফ রুবেলের বয়স ৩৯ চলছে। জাতীয় দলে সাবেক হলেও ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ার আরও সমৃদ্ধ করার সুযোগ ছিল তার। কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে।
এই বাঁহাতি অলরাউন্ডার দীর্ঘদিন চিকিৎসা নিয়ে প্রায় সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায়, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। টানা কেমোথেরাপির ফলে ইডিমা ও এপিলেপসিসে ভুগছিলেন তিনি।
সাননিউজ/এমআর