বর্তমান কোচ এরনেস্তো ভালভেরদের পরিবর্তে বার্সেলোনার দায়িত্বে পেতে পারেন কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কাতালান ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলে নিজেই জানিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানায়, জাভি বলেছেন, আমি কিছু বলতে পারছি না। তারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। আমরা অনেক কিছু নিয়ে আলাপ করেছি। আমি এর বেশি কোনো তথ্য দিতে পারব না।
তিনি বলেন, বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন। আমি এটি অনেকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি। সবাই জানে, আমি আমার হৃদয়ের গভীর থেকে বার্সেলোনাকে ভালোবাসি।
গত বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ গোলে বার্সেলোনার হারের পর থেকে ৫৫ বছর বয়সী ভালভেরদের বিদায়ের গুঞ্জন জোরালো হয়।
এর পর থেকে বার্সার নতুন কোচ হিসেবে আলোচনায় আসে জাভির নাম। বার্সার সাবেক এই মিডফিল্ডার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে ১৭ বছর বয়সে। ক্যারিয়ার জিতেন ২৫টি ট্রফি। যার মধ্যে আছে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে আছেন ৩৯ বছর বয়সী জাভি।
পরবর্তী কোচ হিসেবে বেশ জোরেশোরে শোনা যাচ্ছে ক্লাব কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের নাম। সব কিছু ঠিক থাকলে মেসি কোচ হিসেবে পেতে যাচ্ছে তার সাবেক সতর্থীকে।