খেলা

বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক: শিহরণ জাগানিয়া ম্যাচ উপহার দিলো ফ্রান্স। দলটি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ গল্প রচনা করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে পা রেখেছে। বেলজিয়ামের বিপক্ষে সেমি-ফাইনালে দারুণ এই জয়ের পর ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের গর্বিত উচ্চারণ, ‘আমরা এখনও সেরা দলগুলির একটি।’

সেরা দলগুলির একটি তো তারা বটেই, বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা! তার পরও তা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তারকায় ঠাসা দলের ঔজ্জ্বল্য কমে গিয়েছিল বেশ অনেকটা। পারফরম্যান্স ও ছন্দে এসেছিল ভাটার টান।

গত জুনে ইউরোতে তারা বিদায় নেয় শেষ ষোলো থেকেই। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে ড্র করে বসনিয়া ও হার্জেগোভিনা এবং ইউক্রেনের সঙ্গে।

পরে বাছাইপর্বের আরেক ম্যাচে তারা ফিনল্যান্ডকে হারায় ২-০ গোলে। এরপর নেশন্স লিগে বৃহস্পতিবারের (৮ অক্টোবর) রোমাঞ্চকর জয়। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা দল দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় দ্বিতীয়ার্ধে তিন গোল করে।

মাঠের পারফরম্যান্স তো কথা বলছেই। ম্যাচের পর কোচ দেশমও মনে করিয়ে দিলেন, এই দল ফুরিয়ে যায়নি।

সুইজার‌ল্যান্ড আমাদের ছিটকে দিয়েছিল (ইউরো থেকে), তবে ফ্রান্স জাতীয় ফুটবল দল এখনও টিকে আছে। আমরা সেটা নিশ্চিত করেছি ফিনল্যান্ডের বিপক্ষে, আজকে বেলজিয়ামের বিপক্ষে, যারা ইউরোপ ও বিশ্বের সেরা দলগুলির মধ্যে আছে। আমরাও এখনও সেরাদের মধ্যে আছি।

২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশমের কাছে এই ম্যাচ তার কোচিং ক্যারিয়ারের সেরাগুলোর একটি। দলের হার না মানা মানসিকতাও তাকে করেছে গর্বিত।

যেভাবে ম্যাচটি গড়িয়েছে এবং আমাদের প্রতিপক্ষ যতটা মানসম্পন্ন ছিল, সব মিলিয়ে এটি সেরা ম্যাচগুলির একটি। প্রতিকূল পরিস্থিতিতে পড়েও তা বদলে দেওয়ার তাড়না ও মানসিকতা আমাদের ছিল। এটা অসাধারণ, দুর্দান্ত মুহূর্ত।

প্রথমার্ধের শেষ ভাগে আমরা গড়পড়তা মানেরও নিচে ছিলাম। কিন্তু যখন থেকে আমরা আগ্রাসী হতে শুরু করলাম, চিত্র বদলে গেল। মাঝবিরতিতে ফুটবলরাররা হতাশ ছিলো, কারণ বেলজিয়ামকে দুটি গোলের সুযোগ আমরাই দিয়েছিলাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা দারুণ মানসিকতার ছাপ রেখেছি।

মিলানোর সান সিরো স্টেডিয়ামে রোববার (১০ অক্টোবর) নেশন্স লিগের শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

ভালুকায় মুখোশধারী নারী নেতৃত্বে সশস্ত্র ডাকাতি

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ড...

দেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে বিনিয়োগের জন্য এত অনুকূল পরিবেশ এর আগে কখনো ছিল না বলে মন্তব্য করেছ...

'বিমসটেককে গতিশীল করতে চান প্রধান উপদেষ্টা'

আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা