ক্রীড়া প্রতিবেদক: মনোনয়ন কিনে যে চমক সৃষ্টি করেছিলেন সেটি ভোটে দেখাতে পারলেন না নাজমুল আবেদীন ফাহিম। দাঁড়াতেই পারলেন না খালেদ মাহমুদ সুজনের সামনে। বিশাল ৩৭-৩ ব্যবধানে হেরেছেন নির্বাচনে।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট সংগঠক খালেদ মাহমুদ সুজন। তবে মনোনয়নপত্র কিনে সবাইকে রীতিমতো চমকে দেন ফাহিম। ভোটের যুদ্ধে অবশ্য পেরে উঠেননি তিনি। সুজনের কাছে হেরে গেছেন।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। বিকেল ৫টায় শেষ হয় নির্বাচন প্রক্রিয়া। যখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন। সুজন-ফাহিম প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্যাটাগরি-৩ থেকে। যেখানে ফাহিমকে ৩৭-৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন সুজন।
ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ছিলো ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে সুজনকে আবারও পরিচালক পদে বসিয়েছেন।
সান নিউজ/এফএআর