ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমনের অপেক্ষায় থাকা সব ফ্লাইটের সূচি স্থগিত করা হয়েছিলো। পরবর্তীতে আধা ঘণ্টা পর আবার ঘোষণা করা হয় নির্ধারিত সময়েই ছাড়বে ক্রিকেটারদের ফ্লাইটটি।
রোববার (৩ অক্টোবর) রাত সোয়া আটটায় ফ্লাইটটি স্থগিতের ঘোষণা করা হয়। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে সেই সূচি পরিবর্তন করা হয়।
তিনি জানান, বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য নির্ধারিত সময় আজ রাত ১১টা।
টানা অনুশীলনের পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন তারা। তারপর অনুশীলন শুরু করবেন মুশফিক-সাকিবরা।
সংযুক্ত আরব আমিরাতে ১২ ও ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৫ অক্টোবর ওমানে ফিরবে বাংলাদেশ। সেখান থেকে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে তারা। সেখানে আর ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।
মূল পর্ব বা সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ড টপকাতে হবে বাংলাদেশকে।
বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদুল্লাহর দল।
সান নিউজ/এফএআর