ক্রীড়া ডেস্ক: প্যারিসে এসে বাড়ি না থাকায় লে রয়্যাল মোনকিউ হোটেলে উঠেছিলেন লিওনেল মেসি। কিন্তু তার সেই হোটেল রুমে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। চোরেরা সেই রুম ভেঙে ভেতরে প্রবেশ করে হাজার হাজার নগদ পাউন্ড ও গহনা নিয়ে পালিয়েছে। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) এমন ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
প্রতিবেদনে বলা হয়, চোরেরা প্রথমে এক ছাদের উপর থেকে হোটেলের ভেতর প্রবেশ করে। তারপর আনলক করা বারান্দার দরজা দিয়ে রুমে ঢুকে পড়ে। আরও চারটি রুমে চুরি করতে ঢোকে তারা। এক নারী ভুক্তভোগী ঘরে ঢুকে টের পান তার কানের দুল, নেকলস ও নগদ অর্থ নেই।
দ্য সানকে ওই নারী বলেন, নিরাপদ একটা জায়গায় টাকা দিয়ে থাকার পর কেউ একজন আপনার রুমে প্রবেশ করলো, এটা খুব হতাশার। পুলিশ আমাদের বলেছে, সিসিটিভি ক্যামেরায় একটি ব্যাগ নিয়ে দুজন লোককে ছাদে দেখেছে। কিন্তু তাদের শনাক্ত করতে পারেনি তারা।
তারা আরও বলেছে, আরও তিনটি চুরির ঘটনা ঘটেছে। একজন মরক্কান নাগরিক, পাশের রুমে থাকে। সে বলল তার ঘড়ি খুঁজে পাচ্ছে না।
পুলিশ হস্তক্ষেপ করার আগ পর্যন্ত হোটেল ওই নারীর কথা বিশ্বাস করেনি। একজন মুখপাত্র বলেছেন, খুব শক্ত নিরাপত্তা ছিলো এবং এটা তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেছে চোরেরা খুব অভিজ্ঞ।
সান নিউজ/এফএআর