ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের পথ অনুসরণ করে বিপাকে পড়েছে ইংল্যান্ড। তবে এবার নিজেদের এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ব্যথিত হওয়ায় তাতে ক্ষমা চেয়েছে দেশটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ইয়ান ওয়াটমোর আরও জানিয়েছেন, আগামী বছর পাকিস্তান সফরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তার দল।
সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই দুঃখিত, যদি কেউ আমাদের এই সিদ্ধান্তে ব্যথিত হয়ে থাকে, বিশেষ করে পাকিস্তানে। সিদ্ধান্তটা আমাদের বোর্ডের জন্য খুবই কঠিন ছিলো। তবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম খেলোয়াড় ও স্টাফদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণের কথা ভেবেই।
পাকিস্তান সফর বাতিলের সিদ্ধান্ত শুরুতেই নেওয়া হয়েছে, বিষয়টা মোটেও এমন নয়, জানালেন ওয়াটমোর। শুরুতে সফরের বিষয়ে ইতিবাচক থাকা স্বত্ত্বেও ও শেষমেশ সেটা সম্ভব হয়নি। ইসিবি প্রধানের কথা, বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছিল নিজেদের বিচারের ওপর ভরসা করে। আর বিষয়টা শুরুতেই বাতিলের পক্ষে ছিলো না। আমরা শুরুতে সফরের বিষয়ে ইতিবাচকই ছিলাম। আমরা বিষয়টা খেলোয়াড়দের কাছে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু শেষমেশ বিষয়টা এমন হয়নি।
তবে সেই সাক্ষাৎকারের শেষে ইসিবি প্রধান নিশ্চিত করেছেন তার দল ‘আগামী বছর একটা পাকিস্তান সফরের প্রস্তুতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ’। তবে এর ব্যতিরেকে কিছু হলে সেটার দায়ভার নেওয়ার জন্যেও প্রস্তুত থাকবে তার বোর্ড।
সান নিউজ/এফএআর