ক্রীড়া ডেস্ক: কিছুদিন আগেই নেপাল জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়া ডেভ হোয়াটমোর আবার ফিরছেন ভারতীয় ক্রিকেটে। আসছে ঘরোয়া মৌসুমের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রাজ্য দল বারোদা।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লিলে বিষয়টি নিশ্চিত করেন।
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপজয়ী এই কোচের হাত ধরেই বাংলাদেশের ইতিহাসে এসেছে অনেক স্মরণীয় জয়।
কোচ এরই মধ্যে দায়িত্বে যোগ দিয়েছেন বলে জানান হোয়াটমোর।
তিনি (হোয়াটমোর) গত পরশু প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। অন্যান্য কোচ ও বয়সভিত্তিক দলকেও নির্দেশনা দিবেন তিনি।
কোচিং পেশায় বেশ অভিজ্ঞ হোয়াটমোর। ১৯৯৬ আসরে তার কোচিংয়েই বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ২০০৩ থেকে চার বছর ছিলেন বাংলাদেশের কোচ। পরে পাকিস্তান ও জিম্বাবুয়েরও কোচ ছিলেন তিনি।
অনেক দিন ধরেই কাজ করছেন ভারতের রাজ্য ক্রিকেটে। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর। তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মত রঞ্জি ট্রফিতে সেমি-ফাইনাল খেলে কেরালা। তিন বছর ছিলেন সেখানে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচও ছিলেন তিনি।
গত বছরের এপ্রিলে তাকে বারোদার ক্রিকেট পরিচালক করা হয়। এরপর ডিসেম্বরে তাকে প্রধান কোচের দায়িত্ব দেয় নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
সেখান থেকে এবার তিনি ফিরে এলেন আবার ভারতের রাজ্য ক্রিকেটে।
২০২০ সালের ১৮ ডিসেম্বর নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ডেভ হোয়াটমোরকে নিয়োগ দেয়া হয়।
১৯৯৬ আসরে হোয়াটমোরের কোচিংয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা। ২০০৩ সালে বাংলাদেশের দায়িত্ব নিয়ে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে ছিলেন হোয়াটমোর। তার অধীনেই ২০০৫ সালে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া দলকে হারায়। তার অধীনেই ২০০৭ সালের বিশ্বকাপে শীর্ষস্থানীয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাসহ ভারতকে পরাভূত করে সুপার এইট পর্বে পৌঁছায় বাংলাদেশ।
এছাড়াও পাকিস্তান, জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর।
সান নিউজ/এফএআর