নিজস্ব প্রতিবেদক: ১৫৫ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর ইনিংস। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা ভালো করলেও ক্রমেই উইকেট হারায় বাংলাদেশ। ৪৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান করে স্বাগতিকরা। আফগানের বিরুদ্ধে ৮২ বলে ৩৭ রান করেন আব্দুল্লাহ আল মামুন।
বিশের কোটা ছাড়ান শুধু আব্দুল্লাহ আল মামুন ৩৭ ও ইফতিখার হোসাইন ২৬ রান।
রোববার (১৯ সেপ্টেম্বর ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করে এ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
বাংলাদেশের উইকেটের পতন: এতে মাহফুজুল ইসলাম ৩৯ বলে ১১ রান, ইফতেখারুল ইসলাম ৪০ বলে ২৬ রান, আরিফুল ইসলাম ৪ বলে এক রান, এইচ মোল্লা ১৫ বলে ২ রান, এসএম মেহেরুব ১০ বলে ৮ রান, তাহজিবুল ইসলাম ২২ বলে ১৫ রান, আব্দুল্লাহ আল মামুন ৮২ বলে ৩৭ রান, নাঈমুর রহমান ৪৯ বলে ১৬ রান, মুশফিক হাসান ২ বলে শূন্য রানে আউট হলেও অপরাজিত থাকেন আশিকুর জামান।
উইকেট সংগ্রহ: বিলাল সামি ৮ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট, নানজিয়ালিয়া খারুতি ৯ ওভার ৪ বলে ২৭ রানে দিয়ে ৩ উইকেট, ইজহারুলহক নাভেদ ১০ ওভার বল করে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট, শহিদুল্লাহ হাসানি ৮ ওভারে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট, নাভেদ জাদরান ৯ ওভারে ২৬ ও মুহাম্মাদুল্লাহ নজিবুল্লাহ ১ ওভারে ৮ রান দিয়ে কোন উইকেট পাননি।
আফগানিস্তান একাদশ: সুলাইমান আরবজাই, ইসহাক জাজাই, বিলাল আহমেদ, মুহাম্মদুল্লাহ নজিবুল্লাহ, নানজিয়ালিয়া খারুতি, ইজাজ আহমেদ (অধিনায়ক), শহিদুল্লাহ হাসানী, বিলাল সামি, নাভেদ জাবরান, সাবাউন বারানো, ইজহারুলহক নাভেদ।
সান নিউজ/এফএআর