স্পোর্টস ডেস্ক: এহসান মানির পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হলেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি।
সোমবার (১৩ সেপ্টেম্বর) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে এক বিশেষ সভায় রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির সঙ্গে ২৬ আগস্ট পিসিবির চুক্তির মেয়াদ শেষ হলে এক সময়ের সতীর্থ রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার প্রস্তাব দেন ইমরান খান।
প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে শুরুতে পিসিবির বোর্ড অব গভর্নর মনোনীত করা হয়। এরপরের ধাপটিতেই মনোনীত পিসিবির বোর্ড অব গভর্নরকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
সান নিউজ/এফএইচপি