স্পোর্টস ডেস্কঃ আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্য বিশিষ্ট দল ঘোষণা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। স্কোয়াডে দাসুন শানাকাকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।
বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেইসার নুয়ান প্রদীপের। তার জায়গা মিলেছে দলের রিজার্ভ বেঞ্চে। একই সঙ্গে নিষেধাজ্ঞা থাকায় দলের সঙ্গে নেই নিরোশান ডিকওয়ালা, কুশাল মেন্ডিস এবং দানুষ্কা গুনাথিলাকা।
একনজরে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে আছেন: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
সংরক্ষিত খেলোয়াড়: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।
সান নিউজ/এমএইচ