খেলা

আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ৯ম ম্যাচে ঘরের মাঠ এল মনুমেন্টালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে খেলাটি শুরু হয়। খেলার শুরুর পর বেশি সময় আলবিসেলেস্তেদের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৪ মিনিটেই সেই মোমেন্টাম এনে দেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় ব্যাক্তিগত দ্বিতীয় গোলের মাধ্যমে মেসি ছুঁলেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মাইলফলক। এরপর ৮৮ মিনিটের মাথায় আরেকটি গোল করে মেসি পূরণ করলেন তার অধরা সেই ইচ্ছেটি।

আর্জেন্টিনার হয়ে অপ্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে হ্যাটট্রিক করলেও এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার বড় কোনো প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। জাতীয় দলের হয়ে এটি মেসির সপ্তম হ্যাটট্রিক।

মেসির দুর্দান্ত হ্যাটট্রিক তার দলকে এনে দিল ৩-০ গোলের এক দারুণ জয়। এতে করে ৭৯ টি গোলের সংগ্রাহক হলেন এই জাদুকর।

এই হ্যাটট্রিকের মাধ্যমেই মেসি আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে ছাপিয়ে গেলেন। একইসঙ্গে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক হলেন লিওনেল মেসি। পেলেকে ছুঁয়ে মেসি যেন উদযাপন করলেন তার হ্যাটট্রিক।

এল মনুমেন্টালে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিল আর্জেন্টিনা। গোলের জন্য ২৪টি প্রচেষ্টা চালায় তারা। যার মধ্যে সাতটি ছিলো লক্ষ্য বরাবর। তবে গোলের দেখা পেয়েছে শুধুমাত্র মেসির তিনটি শট। যার প্রথমটি ছিলো ম্যাচের ১৪ মিনিটের সময়। প্রায় ২০ গজ দূর থেকে তার এই উঁচু শট গোলে রুপ নেয়। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটর সময় দ্বিতীয় গোলটি করেন মেসি। ডি-বক্সের ভেতরে সেই লাউতারো মার্টিনেজের বল দেওয়া-নেওয়ার ফাঁকে নিচু শটে দ্বিতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমেই পেলেকে ছাড়িয়ে লাতিন ফুটবলে আরেক ইতিহাস রচনা করেন মেসি।

নির্ধারিত সময়ের একেবারে শেষ পর্যায়ে এসে মকেসি দেখালেন শেষ চমক। নিজের ইতিহাসই যেন রচনা করে বসলেন। খেলার ৮৮ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোলটি করে সহজ জয় তুলে নেন এই আর্জেন্টাইন জাদুকর মেসি।

তার হ্যাটট্রিকে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও শক্ত হলো আর্জেন্টিনার। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ১৮। সবার ওপরে আট ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়া ব্রাজিল। বলিভিয়া রয়েছে ৯ নম্বরে।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা