ক্রীড়া প্রতিবেদক: ছোঁ মেরে শিকার করা পাখিদের কাজ। কখনো কখনো এসব কাজ মানুষও করে। বিশেষ করে ক্রিকেটে এমন টিত্র কখনো কখনো দেখা যায়। এমনই একটি ক্যাচে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বোলার মোস্তাফিজুর রহমান। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
ফার্স্ট বোলারদের ফিরতি ক্যাচ মানেই দারুণ কিছু। বল ছোড়ার পর মুহূ্র্তেই ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে বল চলে আসে চোখের সামনে। প্রায় ন্যানো সেকেন্ডে চলে আসা বলের ক্যাচ নিতে বোলারদের খুব কমই সফল হতে দেখা যায়। তবে সফল হওয়া ক্যাচগুলো আলাদা নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। চতুর্থ টি-টোয়েন্টিতে তেমনই এক দুর্দান্ত ক্যাচ নিলেন মোস্তাফিজ। নিজের বোলিংয়েই চোখ ধাঁধানো ক্যাচ নিয়ে প্রশংসায় ভাসছেন কাটার মাস্টার।
মোস্তাফিজ যে উইকেটগুলো নিয়েছেন তার একটি কোল ম্যাকনকির। এই ডানহাতিকে শূন্য রানেই কট অ্যান্ড বল করে ফেরান ফিজ।
সান নিউজ/এফএআর