ক্রীড়া প্রতিবেদক: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ৫ ম্যাচ সিরিজের তিন খেলায় ইতোমধ্যে বাংলাদেশ দুটিতে ও নিউজিল্যান্ড একটিতে জয় পেয়েছে। বিকেল ৪ টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল।
ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। আর কিউইরা নিশ্চয়ই বসে থাকবে না। আজ তারা জিতলে ম্যাচের ফাইনাল হবে পঞ্চম ম্যাচে। সেক্ষেত্রে দু’দলই চাইবে নিজেদের থলি সমৃদ্ধ করতে। এদিকে সফরকারীদের বিপক্ষে তৃতীয় ম্যাচে হারলেও পূববর্তী সিরিজ জয় ও চলতি ম্যাচের প্রথম দুই ম্যাচ জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স।
তবে বাংলাদেশ যতই আত্মবিশ্বাসী হোক না কেন ছেড়ে কথা বলবে না নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচ খুব স্বাচ্ছন্দে জিতে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা। তাই এই ম্যাচেও লড়াই করেই যে জিততে হবে এমন বার্তা দিয়েই রেখেছে সফরকারী দল। দিন যতো যাবে কিউইরা পরিবেশের সঙ্গে ততটাই মানিয়ে নেবে; এজন্য প্রস্তুত থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
তৃতীয় ম্যাচ হেরে গেলেও বাংলাদেশ আজও অভিন্ন একাদশের ওপরই ভরসা রাখতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
সান নিউজ/এফএআর